ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে মাদকবিক্রেতার ৭ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
নারায়ণগঞ্জে মাদকবিক্রেতার ৭ বছরের জেল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নুরুজ্জামান নামে এক মাদকবিক্রেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৭ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান মাগুরা জেলার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের নূর হোসেনের ছেলে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেসমিন আহম্মেদ।

তিনি বলেন, ২০১৮ সালের ৭ মে রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গি পেট্রোল পাম্পের সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ৬শ পিস ইয়াবাসহ নুরুজ্জামানকে আটক করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।