ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জোড়া খুনের দায়ে ফরিদপুরে ১৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
জোড়া খুনের দায়ে ফরিদপুরে ১৩ জনের যাবজ্জীবন ফরিদপুরের বিশেষ জজ আদালত। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরে জোড়া খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মান্নান খান, সুরমান খাঁ, মাজেদ খাঁ, ওয়াজেদ খাঁ, রাশেদ খাঁ, সিদ্দিক ফকির, আফসার ফকির, ফজলু ফকির, সোহরব ফকির (পলাতক), রহমান খাঁ, রেজাউল খাঁ, জাকির খান (পলাতক) ও ওসমান ফকির।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা  বাংলানিউজকে জানান, ২০০৩ সালের ২৩ ডিসেম্বর সকালে নটখোলা গ্রামে এক গ্রাম্য সালিশে কথা কাটাকাটির জেরে একই গ্রামের গঞ্জর খাঁ ও মোসা মোল্লা নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতদের স্বজন আলাল মিনা বাদী হয়ে সালথা থানায় ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

>> রায়ের পর পুলিশের হাত থেকে জোড়া খুন মামলার আসামির পলায়ন

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ১৪ জনকে বেকসুর খালাস ও ১৩ জনকে  যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এসময় দণ্ডপ্রাপ্ত ১৩ জনের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।