বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শরিফুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর বয়ারমারী গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এন্তাজুল হক বাবু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও একই মামলায় আসামি শরিফুলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, ২০১৭ সালের ১৬ মে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোদাগাড়ীর সিএন্ডবি মোড়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ শরিফুলকে গ্রেফতার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসএস/আরবি/