ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঝিনাইদহে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
ঝিনাইদহে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মাদক মামলায় আনিছুর রহমান (৩৬) ওরফে চেয়ার নামে এক মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এম জি আযম এ রায় ঘোষণা করেন।  

আসামি আনিছুর রহমান জেলার মহেশপুর উপজেলার মকর ধজপুর গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ০৩ জুন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে ফেনসিডিল নিয়ে এক ব্যক্তি তার বাড়ি মকর ধজপুর যাচ্ছে। এসময় বাড়ির সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
 
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১২ সালের ০৪ জুন মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামি আনিছুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।