ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পুরানো রিভিশন-বাতিল আবেদন মামলার তালিকা করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
পুরানো রিভিশন-বাতিল আবেদন মামলার তালিকা করার নির্দেশ

ঢাকা: ২০১০ সাল পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ফৌজদারি রিভিশন এবং বাতিল আবেদনের (৫৬১-এ) মামলার তালিকা করতে রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তিন সপ্তাহের মধ্যে এ তালিকা করে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার তা প্রধান বিচারপতির কাছে জমা দেবেনে।

২৮ বছরের এক ফৌজদারি রিভিশনের রায়ে বুধবার (২৬ জুন) এমন আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।


 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।