রোববার (১৪ জুলাই) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন। এর আগে জেসমিন ইসলাম তার আইনজীবী গাজী শাহ আলমের মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ১৬ জুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্য আপিল বিভাগ জেসমিন ইসলামের জামিন বাতিল করেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সেই আদেশ অনুযায়ী রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
/এমএআর/এমএ