রোববার (১৪ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক স ম কাইয়ুম আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল কামাল মন্ডল রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- এমদাদ হোসেন চৌধুরী ও মো. আবদুর রহিম।
শনিবার (১৩ জুলাই) ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের (টিজি ৩২১) কিছু মালামাল ইম্পোর্ট কার্গোতে যায়। সেখান থেকেই ওই স্বর্ণের বারগুলো নিজের হেফাজতে নেন বলে আসামিরা স্বীকার করেছেন।
উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা যায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও অবৈধ শুল্ককর ফাঁকি দিয়ে চোরাইপথে স্বর্ণ পাচারের অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করেন।
বালাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমএআর/এএ