বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মিন্নির আইনজীবী ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম বলেন, আজকে মামলাটির ধার্য তারিখ ছিল।
বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, আজকে রিফাত হত্যা মামলার শুনানির নির্ধারিত তারিখ ছিল। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আজ ১৪ জনকে আদালতে হাজির করা হয়েছে। তাদের মধ্যে একজন আসামি শিশু রাতুল সেভহোমে আছে তাই তাকে হাজির করা হয়নি।
এ মামলায় (২৮ জুলাই) কামরুল আহসান ও শ্রাবনের জামিন আবেদন করা হয়েছিল তাদের আইনজীবী সেই জামিন আবেদন প্রত্যাহার করেছেন।
অপরদিকে মিন্নি (১৯ জুলাই) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেটা জেলখানার মাধ্যমে প্রত্যাহারের আবেদন করেছেন। বিজ্ঞ আদালত বলেছেন যেহেতু মূল নথি এখানে নেই আগামী ১৪ আগস্ট এ বিষয়ে শুনানি হবে।
এছাড়াও আসামি সাইমুনের অনার্স পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে সেই মর্মে আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেছেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯/আপডেট: ১৩২৫ ঘণ্টা
আরএ