আগামী ২৫ আগস্ট তৃতীয়বারের মতো চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন রাজশাহীর একটি আদালত।
রোববার (১৮ আগস্ট) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সরকার নতুন এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু সাংবাদিকদের জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসার পর প্রথম চার্জগঠনের শুনানির দিন ছিল গত ৮ আগস্ট। এরপর দ্বিতীয় দিন নির্ধারণ ছিল ১৮ আগস্ট। কিন্তু আসামিপক্ষ নানা অজুহাতে বারবার চার্জগঠনের জন্য তারিখ পেছানোর আবেদন করেন।
মামলার ৯ নম্বর আসামি কালু চাঁপাইনবাবগঞ্জে ১৫১ ধারায় আটক হয়েছেন বলে রোববার চার্জ গঠনের শুনানির তারিখ পেছানোর দাবি জানান আসামিপক্ষের আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৫ আগস্ট চার্জগঠন শুনানির জন্য তৃতীয়বারের মতো দিন ধার্য করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী একরামুল হক শাহজাদপুর পৌরসভার কারাবন্দি মেয়র (বরখাস্ত) হালিমুল হক মিরু জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে আটক আসামি কালুকে ২৫ আগস্ট আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে। আর উচ্চ আদালত থেকে জামিনে থাকা অন্য ৩৬ আসামির জামিন বহাল রাখেন রাজশাহী দ্রুত ট্রাইব্যুনাল আদালতের বিচারক।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসএস/