বুধবার (২৮ আগস্ট) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন।
ওই গৃহবধূর নিহত স্বামীর নাম আবুল বাশার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বামীর নাম মো. খোকন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ নভেম্বর নগরীর নবপল্লী মসজিদ গলিতে ভাড়াটিয়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেশাগ্রস্ত অবস্থায় খোকন ২০১৫ সালে তার বিবাহিত স্ত্রী জেসমিনকে তালাক দেয়। ওই একই বছরে জেসমিন নবপল্লী এলাকার আবুল বাশারকে বিয়ে করেন। কিন্তু ওই অবস্থায় খোকন তার স্ত্রীকে ফেরত দাবি করেন। এতে রাজি না হওয়ায় ২০১৫ সালের ৬ নভেম্বর ভোরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাশারকে হত্যা করে খোকন। এ ঘটনায় জেসমিন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২ (তাং ০৭/১১/১৫)। ২০১৭ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মল্লিক মো. ইমাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ১৬ জন সাক্ষীর প্রত্যেকে সাক্ষ্য দেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমআরএম/এএটি