ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফতুল্লায় ২ মাদকবিক্রেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
ফতুল্লায় ২ মাদকবিক্রেতার যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাবের অভিযানে ফেনডিসিলসহ আটক দুই মাদকবিক্রেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর সুমন হাওলাদার (৩৯) ও সাহাবদ্দিন (৩৩)।

তারা দু’জনই এ মামলায় জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে কারাভোগের পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আদালতের এপিপি জাসমিন আহমেদ জানান, ২০০৯ সালের ২৯ নভেম্বর র‌্যাবের অভিযানে ফতুল্লার সাইনবোর্ড চেকপোস্ট এলাকা থেকে ২৬৮ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।