গত ১২ অক্টোবর মাজেদুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে শুক্রবার (১৮ অক্টোবর) তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
গত ১১ অক্টোবর (শুক্রবার) ভোর ৪টায় সিলেট থেকে মাজেদকে গ্রেফতার করে গোয়েন্দা-দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। তিনি বুয়েটের এমএমই বিভাগের ১৭ ব্যাচের ছাত্র।
তার আগে ৬ অক্টোবর (রোববার) দিবাগত রাতে ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
কেআই/জেডএস