রোববার (২৭ অক্টোবর) গুলশান থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শেখ রকিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর গুলশান থেকে ক্লাবের সভাপতি খালেদকে গ্রেফতার করে র্যাব।
ক্যাসিনো থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক এবং ২৪ লাখ নগদ টাকা, বিদেশি মদ, ক্যাসিনো বোর্ড জব্দ করার পর খালেদকে গ্রেফতার করে।
এরপর তার নামে গুলশান ও মতিঝিল থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে মোট চারটি মামলা করা হয়। এর মধ্যে গুলশান থানার অস্ত্র মামলায় তার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
কেআই/ওএইচ/