ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
খাগড়াছড়িতে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড আসামি এরফান আলীকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বাবাকে হত্যার দায়ে ছেলে এরফান আলীকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে আসামির উপস্থিতিতে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ির রামগড়ে সদু কার্বারীপাড়ার বাগান টিলা এলাকায় নিজ ঘরে শুয়ে ছিলেন জসিম উদ্দিন।

এ সময় নেশাগ্রস্ত এরফান ঘরে প্রবেশ করে তার বাবার কাছে মাদক সেবনের জন্য টাকা চান। টাকা দিতে অসম্মতি করলে জসিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন এরফান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার দিন নিহতের স্ত্রী আনোয়ারা বেগম এরফানকে আসামি করে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে একই বছরের ৩১ আগস্ট পুলিশ এরফানকে একমাত্র আসামি করে চার্জশিট দেওয়া হয়। মোট ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ছয় মাস আগে এরফান বিদেশ থেকে দেশে ফেরেন। রাষ্ট্রপক্ষের কৌঁশলী অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।