ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতির আদালতে সিসি ক্যামেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
প্রধান বিচারপতির আদালতে সিসি ক্যামেরা

ঢাকা: প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে ৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রথমবারের মতো সিসি ক্যামেরার আওতায় আপিল বিভাগের বিচার কাজ শুরু হয়।

আর সুপ্রিম কোর্ট প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানিকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নজিরবিহীন হট্টগোল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ফলে বিচারকাজে বিঘ্ন ঘটে। এই ঘটনার কয়েক দিনের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রশাসন সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এদিন তার মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য তারিখ ধার্য রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।