ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুদকের মামলায় এনু রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
দুদকের মামলায় এনু রিমান্ডে

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ক্যা‌সি‌নো কা‌ণ্ডের অন্যতম হোতা ‌গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি এনামুল হক এনুকে চার‌দি‌নের রিমা‌ন্ডে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত।

বৃহস্প‌তিবার (২৩ জানুয়া‌রি) ঢাকার মহানগর সি‌নিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কা‌য়েশ এই আ‌দেশ দেন।

এর আগে গত ১৯ জানুয়া‌রি এই মামলায় এনু‌কে গ্রেফতার দেখা‌নোর আ‌বেদন মঞ্জুর ক‌রেন একই আদালত।

এরপর সে‌দিনই তা‌র বিরুদ্ধে সাতদি‌নের রিমা‌ন্ড আ‌বেদন করেন তদন্ত কর্মকর্তা দুদ‌কের সহকারী প‌রিচালক মামুনুর রশিদ চৌধুরী। প‌রে রিমান্ড আ‌বেদ‌নের ওপর শুনা‌নির জন্য বৃহস্প‌তিবার দিন ধার্য ক‌রেন আদালত।

গত বছরের ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু-রুপনের বাড়িতে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) র‌্যাব। সেখান থেকে টাকা ও গহনা জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে পাঁচ কোটি পাঁচ লাখ টাকা, আট কেজি স্বর্ণালঙ্কার ও ছয়টি আগ্নেয়াস্ত্র জব্দ করে সংস্থাটি।

এরপর দুদক তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধান শেষে গত বছর ২৩ অক্টোবর ৩৫ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জনের অভিযোগে এই দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

এনামুল হক এনুর বিরুদ্ধে করা মামলার বাদী সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। ওই মামলার এজাহারে বলা হয়েছে, এনু ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এজাহারে এও বলা হয়েছে, এনুর আয়কর নথি, গণমাধ্যমের সংবাদ ও গোপন সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এনুর বৈধ আয়ের কোনো উৎসই নেই। ক্যাসিনো থেকে আসা অর্থ দিয়েই তিনি প্রচুর সম্পদ অর্জন করেছেন। তিনি বিদেশেও বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে দুদকের কাছে তথ্য আছে।

এরমধ্যে ব্যবসার পুঁজি এবং এনু রুপন স্টিল করপোরেশনের শেয়ার বাবদ প্রদর্শিত দুই কোটি ৭১ লাখ ৮২ হাজার ৪৮১ টাকা অর্জনের সপক্ষে কোনো বৈধ আয়ের উৎস দেখাননি। এটা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এ‌দিকে, গত ১৯ জানুয়া‌রি আরেক মামলায় রুপন‌কে পাঁচদি‌নের রিমা‌ন্ডে পাঠান একই আদালত।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
‌কেআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।