রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ রায় দেন। তার বিরুদ্ধে অফিসের মালামাল কেনার টাকা আত্মসাতের অভিযোগ ছিল।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে পাঁচটি মামলা করেছিলো। ওই মামলাগুলোর রায়ে তাকে একই সঙ্গে এই সাজা দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, পাঁচটি মামলা তদন্ত করে দুদকের তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত সালাহ উদ্দিনের বিরুদ্ধে আলাদাতে চার্জশিট দেন। বুধবার এ মামলার রায় ঘোষণা করেন বিচারক। পাঁচটি মামলায় মোট ২৩ বছরের কারাদণ্ড এক লাখ ৭৫ হাজার জরিমানা করা হয়।
বুধবার বিকেলে দুদকের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএস/এএটি