ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা বারে প্রথমদিনের ভোটগ্রহণ সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ঢাকা বারে প্রথমদিনের ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির (২০২০-২০২১) নির্বাচনে প্রথমদিনের মতো ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বৃহস্পতিবার একইভাবে ভোটগ্রহণ হবে।

এরপর ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ১৫০জন। এর মধ্যে প্রথমদিনে ৩ হাজার ৭৮০ জন ভোট দিয়েছেন।

কার্যনির্বাহী কমিটির ২৩টি পদে মোট ৪৬ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সরকার দল আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.আহসান তারিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে অ্যাডভোকেট আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট শায়লা পারভিন পিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এ প্যানেল থেকে লড়ছেন অ্যাডভোকেট এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট মো. বাহারুল ইসলাম বাহার, অ্যাডভোকেট মো. মাসুম মৃধা, অ্যাডভোকেট মো. সাব্বির হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. মেহেদী হাসান মেরিন, অ্যাডভোকেট মো. রমজান আলী সরদার রানা, অ্যাডভোকেট এ বি এম ফয়সাল সারোয়ার, অ্যাডভোকেট মো. মাইন উদ্দিন, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া রুমা এবং অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ প্রিন্স।

অপরদিকে, বিএনপি সমর্থিত বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

একই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাকায়েত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ. এম মাসুম, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবু হাসান রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), অ্যাডভোকেট মোছা. তাছলিমা আক্তার, অ্যাডভোকেট কাজী আফরোজা সুলতানা (ইভা), অ্যাডভোকেট ইয়াছিন মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুল বাসেত রাখী, অ্যাডভোকেট আজহার উদ্দিন রিপন, অ্যাডভোকেট এম.আর.কে রাসেল, অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মো. হোসনী মোবারক, অ্যাডভোকেট বাবুল আক্তার বাবু ও অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু) লড়ছেন।

সবশেষ ২০১৯-২০ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হন আওয়ামীপন্থিরা। অন্যদিকে বিএনপিপন্থিরা সিনিয়র সহ-সভাপতিসহ তিনটি সম্পাদকীয় ও ছয়টি সদস্য পদে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।