ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আনসার আল ইসলামের গ্রেফতার ৩ সদস্যের স্বীকা‌রো‌ক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ২, ২০২০
আনসার আল ইসলামের গ্রেফতার ৩ সদস্যের স্বীকা‌রো‌ক্তি

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন  আনসার আল ইসলামের গ্রেফতার ৩ সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শনিবার (২ মে) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আতিকুল ইসলাম তা‌দের জবানব‌ন্দি রেকর্ড ক‌রেন। এ তিনজন হলেন- ইয়াকুব ওরফে সাজিদ (৩৩), শাহ পরান ওরফে আবুল (২৮) ও শহিদুল ওরফে পাকুয়া।

এর আগে শুক্রবার (১ মে) তা‌দের আটক করে কোতোয়ালি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। পরে শনিবার এ তিনজন‌কে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবি‌ধির ১৬৪ ধারায় জবানবন্দি রেক‌র্ডের আবেদন ক‌রে মামলার তদন্ত সংস্থা র‌্যাব।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ০২, ২০২০
কেআই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।