ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাশেদুল চিশতীর আরও এক মামলায় জামিন স্থগিত চেয়েছে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুন ৩, ২০২০
রাশেদুল চিশতীর আরও এক মামলায় জামিন স্থগিত চেয়েছে দুদক রাশেদুল হক চিশতী

ঢাকা: আরও এক মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুন) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল আদালতে এ বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে আবেদনটি।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, রাশেদুল হক ৫ মামলায় অধস্তন আদালত থেকে জামিন পেয়েছেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর এক মামলায় হাইকোর্ট তার জামিন নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত করেছেন। তিন মামলায় তার জামিন বহাল রেখেছেন। বাকি এক মামলায় বুধবার জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।  

তিনি আরও জানান, আজকের মনিলন্ডারিং মামলাটি টাঙ্গাইলে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর করে দুদক। এই মামলায় ২৭ মে তাকে জামিন দেন টাঙ্গাইলের আদালত। তার বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জুন ০৩, ২০২০
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।