ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ছয়দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে রবিউলকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, সেপ্টেম্বর ১৭, ২০২০
ছয়দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে রবিউলকে ছয়দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে রবিউলকে, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের ঘেড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি রবিউলকে ছয়দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আমলি আদালত-৭) বিচারক আনজুমান আরার আদালতে তোলা হয়।

 

রবিউল দুপুর ২টার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
 
জবাববন্দি দেওয়ার পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হতে পারে বলেও জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।