ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

অবসরে যাচ্ছেন বিচারপতি মো. এমদাদুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, সেপ্টেম্বর ২৯, ২০২০
অবসরে যাচ্ছেন বিচারপতি মো. এমদাদুল হক বিচারপতি মো. এমদাদুল হক

ঢাকা: অবসরে যাচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক। সংবিধান অনুসারে ৬৭ বছর পূর্ণ হওয়ায় ৩০ সেপ্টেম্বর তার শেষ কর্ম দিবস।

এদিন তিনি অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

বিচারপতি মো. এমদাদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর ১৯৭৮ সালের ২০ নভেম্বর মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

পরবর্তীকালে ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি স্থায়ী হন।

তিনি জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার ক্যানবেরো ও সিডনিতে ট্রেনিং, কর্মশালা ও সেমিনারে যোগ দিয়েছিলেন। এছাড়া ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।