ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি চেয়ে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
সুপ্রিম কোর্ট বারে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি চেয়ে চিঠি সুপ্রিম কোর্ট বারের লোগো

ঢাকা: নারী সদস্যদের সুরক্ষায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন চেয়ে চিঠি দিয়েছে এক আইনজীবী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বরাবরে এ চিঠি দেন আইনজীবী ইশরাত হাসান।

চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ এপ্রিল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (বর্তমানে প্রধান বিচারপতি) ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর (প্রয়াত) হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনে (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বনাম বাংলাদেশ সরকার) রায় দেন। উক্ত রায়ে প্রতিটি কর্মস্থলে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

‘এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নারী সদস্যদের সুরক্ষায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন হওয়া একান্ত আবশ্যক। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।