ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সীমান্তে শিশুদের সচেতন করতে বিজিবিকে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
সীমান্তে শিশুদের সচেতন করতে বিজিবিকে নির্দেশ

ঢাকা: শিশুরা চোরাচালানসহ কোনো অপরাধে যেন জড়িয়ে না পড়ে সে জন্য সীমান্তের স্কুলগুলোতে সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সিলেটের জৈন্তাপুরে এক শিশুকে এ সংক্রান্ত এক মামলার আসামি করার ঘটনায় বাদী বিজিবি সদস্য হাইকোর্টে হাজিরের পর বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীকে ‘১৯ বছর দেখিয়ে মামলার আসামি করায়’ আদালতের তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মামলার বাদী সিলেটের জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. সাহাব উদ্দিন।

এজাহার মতে, ১৩ সেপ্টেম্বর জৈন্তাপুরের খিলাতৈল জনৈক শামসুল হকের বাশঝাড়ে ভারত থেকে চোরাই পথে ২০টি মহিষ বাড়িতে এনে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে তার সত্যতা যাচাইয়ের জন্য যায় বিজিবি। সেখানে গিয়ে জব্দ তালিকার প্রস্তুতি নিলে হামলা করে আসামিরা ১৫টি ছিনিয়ে নেয়। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার সাহাব উদ্দিন জৈন্তাপুর থানায় মামলা করেন।

এ মামলার আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করে যেখানে একজন নিজেকে চতুর্থ শ্রেণির ছাত্র বলে উল্লেখ করেন। আসামিপক্ষের দাবি ওই শিশুর বয়স ১৯ বছর দেখানো হয়েছে। ২০ সেপ্টেম্বর আদালত ১০ আসামিকে জামিন দিয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার বাদী সিলেটের জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. সাহাব উদ্দিনকে ৭ অক্টোবর তলব করেন হাইকোর্ট।

সে অনুসারে বুধবার সাহাব উদ্দিন হাইকোর্টে হাজির হয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান এবং শিশুর বয়স বেশি দেখানোর কারণে দুঃখ প্রকাশ করেন। তার আবেদন আদালতে দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। শুনানি শেষে আদালত তাকে অব্যাহতি দেন। একইসঙ্গে সীমান্তে শিশুদের নিয়ে বিজিবিকে সচেতনতামূলক কার্যক্রম দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে নিম্ন আদালতে মামলার হাজিরা থেকে অব্যাহতির আদেশ দেন।

আদালতে শিশুসহ জামিনপ্রার্থীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।