ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নুরের মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, অক্টোবর ১৪, ২০২০
নুরের মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ নুরুল হক নুর

ঢাকা: ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী, যিনি নুরদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দুটি করেছিলেন।

সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা যায়, ধর্ষণের অভিযোগ করে ওই নারী নুরের কাছে বিচার চাইলে তিনি মোবাইলে তাকে হুমকি দেন। এছাড়া ফেসবুক লাইভে চরিত্রহীন বলে প্রচার চালান।

তাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় নুরের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী।

আরও পড়ুন:
নুরের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।