ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

বাসায় ফিরেছেন ব্যারিস্টার রফিক-উল, শারীরিক অবস্থা স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, অক্টোবর ১৭, ২০২০
বাসায় ফিরেছেন ব্যারিস্টার রফিক-উল, শারীরিক অবস্থা স্বাভাবিক  ব্যারিস্টার রফিক-উল হক

ঢাকা: সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। ফলে চিকিৎসকদের অনুমতিক্রমে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় প্রবীণ এই আইনজীবীকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালটির ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। তিনি হাসপাতালের ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে তখন হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বার্ধক্যজনিত, ইউরিন ইনফেকশন এবং রক্ত শূন্যতার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ জানান, ব্যারিস্টার রফিক-উল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার স্বাভাবিক থাকায় শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
পিএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।