ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বেলকুচিতে ২১ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
মা ইলিশ সংরক্ষণ অভিযানে বেলকুচিতে ২১ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ: মা ইলিশ সংরক্ষণ অভিযানে সিরাজগঞ্জের বেলকুচিতে আটক ২১ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান (অতিরিক্ত দায়িত্ব)।  

তিনি বলেন, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাতভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশসহ ২১ জেলেকে আটক করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান প্রত্যেক জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।  

জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জব্দ করা ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।