ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে ৪১ জেলের জেল-জরিমানা, ১ লাখ মিটার জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, অক্টোবর ২৪, ২০২০
বরিশালে ৪১ জেলের জেল-জরিমানা, ১ লাখ মিটার জাল ধ্বংস প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬ জনকে কারাদণ্ড ও পাঁচজনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় এক লাখ মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৪১ জনকে জেল-জরিমানা করা ছাড়াও জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এবার অভিযানে এখন পর্যন্ত বরিশাল জেলায় ২২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪১ জনকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এসময় ১৫ লাখ মিটার জাল বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।