ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা জেলা আদালতের জিপি ফকির দেলোয়ার আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, অক্টোবর ২৮, ২০২০
ঢাকা জেলা আদালতের জিপি ফকির দেলোয়ার আর নেই

ঢাকা: ঢাকার জেলা জজ আদালতের জিপি (গভর্নমেন্ট প্রসিকিউটর) ফকির দেলোয়ার হোসেন (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান রুকু জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন জ্যেষ্ঠ এই আইনজীবী। সবশেষ হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।  

বিদেশে থাকা ছেলে দেশে ফেরার পর তার জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।