ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, নভেম্বর ৪, ২০২০
মানিকগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সুকুমার বৈদ্য নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বাংলানিউজকে বলেন, এইচএসসি ফেল সুকুমার বৈদ্য ব্যবস্থাপত্রে নামের আগে ডা. লিখে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে বৈদ্য মেডিক্যাল হলে অভিযান চালিয়ে ভুয়া পল্লী চিকিৎসক সুকুমার বৈদ্যের প্রতারণার প্রমাণ পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গেই আদায় করা হয়। এসময় তিনি নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা করবেন না জানিয়ে লিখিত মুচলেকা দেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।