ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে দুই ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, নভেম্বর ২৫, ২০২০
খাগড়াছড়িতে দুই ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পৃথক দু’টি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা নারী ও নিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।

সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মানিকছড়িতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২০১৯ সালের ১ জানুয়ারিতে দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মোস্তাফিজুর বর্তমানে পলাতক রয়েছেন।

এদিকে একই আদালত খাগড়াছড়ির রামগড়ে ২০১৯ সালের ৭ জুলাই থেকে টানা ১০ দিন নিজ মেয়েকে ধর্ষণ করেন আবুল কাশেম। এতে সহযোগিতা করেন তার স্ত্রী মনোয়ারা বেগম। এ মামলায় আবুল কাসেম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক  লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস করেও কারাদণ্ড দেওয়া হয়।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।