ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু সাইদের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু সাইদের ইন্তেকাল আবু সাইদ আহমেদ

ঢাকা: আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বিচারপতি আবু সাইদ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
 
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।


 
শনিবার (২৬ ডিসেম্বর) যোহর নামাজের পর দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
 
বিচারপতি আবু সাইদ আহমেদ ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০০২ সালের ৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন। ২০০৩ সালের ২৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান।
 
১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালনকারী বিচারপতি আবু সাইদ আহমেদের ছেলে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ শিবলীও ২০১৪-১৫ সেশনে বারের কোষাধ্যক্ষ ছিলেন।   

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।