ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

জামিন পেলেন রাজশাহী জেলা পরিষদের সেই প্রধান নির্বাহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
জামিন পেলেন রাজশাহী জেলা পরিষদের সেই প্রধান নির্বাহী নুরুজ্জামান

চাঁপাইনবাবগঞ্জ: রাজশাহী জেলা পরিষদের সেই প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান মাদক মামলায় জামিন পেয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত থেকে জামিন পান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী নুরুজ্জামানের জামিন মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আ. সামাদ এবং সরকারপক্ষে জামিনের বিরোধিতা করেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট মো. নাজমুল আজম।

তবে সাময়িক বরখাস্ত এই কর্মকর্তার সঙ্গে গ্রেফতার হওয়া ওয়াহিদুজ্জামান লাজুক নামক তার সহযোগীকে জামিন দেননি আদালত।

জানা যায়, সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামানসহ তার সহযোগীকে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে মহানন্দা ব্রিজের টোলপ্লাজা থেকে আটক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে এবং তার সহযোগী ওয়াহিদুজ্জামান লাজুককে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে হাজির করা হয় এবং আদালতের বিচারক আবু কাহার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।