ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাসে ছাত্রী ধর্ষণচেষ্টা: চালক শহীদ তিন দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
বাসে ছাত্রী ধর্ষণচেষ্টা: চালক শহীদ তিন দিনের রিমান্ডে গ্রেফতার শহীদ। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি বাসচালক মো. শহীদ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পুলিশের আদালত পরিদর্শক সেলিম নেওয়াজ বাংলানিউজকে জানান, পুলিশ আসামি শহীদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের মঞ্জুর করেন।

এর আগে কড়া পুলিশী নিরাপত্তায় বাসচালক শহীদকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। গত শনিবার সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন থেকে শহীদকে গ্রেফতার করে সিআইডির একটি দল।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০   
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।