ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন আসামি শরীফুলকে আদালতে আনা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার আসামি শরীফুল ইসলাম হাওলাদার ওরফে মুরসালিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তবে, মামলার বাদী এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার আপিল করার ইচ্ছা প্রকাশ করেন।

আদালতের সরকারি কৌঁশুলী ফয়েজুল হক ফয়েজ জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল মুলাদী উপজেলার রামারপোল এলাকার শরিফুল ইসলাম ওরফে মুরসালিন তার পাশের বাড়ির বাসিন্দা ও মামলার বাদীর মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন মুলাদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শরিফুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।

প্রয়োজনে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারক বলে জানিয়েছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাজমা আক্তার শিউলি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।