ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার দায়ে ভাটা মালিক সেলিম অ্যান্ড ব্রাদার্সকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে ইটভাটায় ব্যবহারের জন্য তিনি কৃষিজমির উপরিভাগের মাটি কাটছিলেন।

শনিবার (৯ জানুয়ারি) সকালে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

তিনি বলেন, ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার দায়ে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ভাটা মালিক মো. সেলিমকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।