ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে বেসরকারি ক্লিনিকে সরকারি ওষুধ, মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বাগেরহাটে বেসরকারি ক্লিনিকে সরকারি ওষুধ, মালিককে জরিমানা প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটের মা ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়ায় ক্লিনিক মালিক মো. কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ জরিমানা করেন।

তিনি বলেন, মা ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি হাসপাতালের ইনজেকশনসহ ১২ প্রকার ওষুধ পাওয়া যায়। আমরা ওষুধগুলোকে জব্দ করে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি। ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী ক্লিনিক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্লিনিক মালিক মো. কামরুজ্জামান দীর্ঘদিন ধরে খুলনার বিভিন্ন হাসপাতাল থেকে সরকারি ওষুধ গোপনে কম দামে কিনে তার ক্লিনিকে এনে রোগীদের কাছে চড়া দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।