ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কুতুব উদ্দীন

মেহেরপুর: হেরোইন রাখার অপরাধে পুলিশের দায়ের করা মামলায় কুতুব উদ্দীন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে মেহেরপুর জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

কুতুব উদ্দীন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দাখিল মাদরাসা পাড়ার বাসিন্দা।

রায় ঘোষণার পর আসামি কুতুব উদ্দীনকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে কুতুব উদ্দীনের বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি টিম অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি দায়ের করে। যার নম্বর -৩৭/১৩।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদদুল হক ও আসামিক্ষের আইনজীবী ছিলেন, রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।