ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন প্রতীকী

রংপুর: রংপুরে শিশু ধর্ষণ মামলায় আইনুল হক (৩৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন এ রায় দেন।

এ সময় আদালতে আসামি আইনুল উপস্থিত ছিলেন।  

মামলার বিবরণে জানা যায়, রংপুর নগরীতে একটি শিশু (১৩) ঘটনার দিন ২০০৯ সালের ১০ মার্চ রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের কাছে যায়। সেই সময় একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। তখন শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ধাওয়া দিয়ে আইনুলকে আটক করে। কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে ধর্ষক আইনুলকে ছিনিয়ে নিয়ে যান।  

এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আকমল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগত্র) দাখিল করে।  

মামলায় বাদীপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন বিচারক।  

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি খন্দকার রফিক হাসনাইন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।