ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নলছিটির পৌর ভোটে থাকছেন কে এম মাসুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
নলছিটির পৌর ভোটে থাকছেন কে এম মাসুদ

ঢাকা: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কে এম মাসুদকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঙ্গলবার (২৬ জানুয়ারি) খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

আদালতে প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আক্তার রসুল (মুরাদ)। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আগামী ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৩ জানুয়ারি হাইকোর্ট কে এম মাসুদকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেন।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ১৯ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পরে ওই স্থগিতাদেশ প্রত্যাহার (ভ্যাকেট) চেয়ে কে এম মাসুদ আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

ফলে কে এম মাসুদের নির্বাচনে অংশ নিতে আর আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আক্তার রসুল (মুরাদ)।

গত ৩ জানুয়ারি সাবেক মেয়র কে এম মাসুদের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মাসুদ। পরে ৫ জানুয়ারি  বাতিলের আদেশ বহাল রাখেন জেলা অ্যাপিলেট অথরিটি (ডিসি)। পরে হাইকোর্টে রিট করেন কে এম মাসুদ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।