ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার মামলায় সাবেক এমপি বিএনপি নেতা সালাহউদ্দিন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
নাশকতার মামলায় সাবেক এমপি বিএনপি নেতা সালাহউদ্দিন কারাগারে ...

ঢাকা:  নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগের মামলায় সাবেক এমপি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বুধবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামান এই আদেশ দেন।

এদিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সালাউদ্দিন। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, ওয়ারী থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ ১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে।

২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারী থানার এসআই শাহআলাম সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সালাহউদ্দিন এ মামলার অভিযোগপত্রে ২৪ নম্বর আসামি। এই মামলায় শুরু থেকেই তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।