ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন  প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরে শিশু (৭) ধর্ষণ মামলায় সাইফুল ইসলাম নামে এক মক্তব শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ মার্চ) দুপুরে বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন জানান, গত ২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহার আলীর ছেলে স্থানীয় মক্তব শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম তারই মক্তবে পড়ুয়া এক শিশুকে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ ধর্ষণের অপরাধে হাফেজ সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকরাম হোসেন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আবদুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।