ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাইদুল ইসলাম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলামকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত মাইদুল জেলা সদর উপজেলার মধ্য নারায়ণপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহম্মেদ মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আসামি উপস্থিতিতে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।  

মামলার বিবরণে জানা যায়, প্রায় ১১ বছর আগে মাইদুল ইসলাম ওরফে মিঠুর সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের আব্দুর রেজ্জাকের মেয়ে খাদিজা বেগমের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ফুলহার গ্রামে রেজ্জাকের বাড়িতে বসবাস করছিলেন। বিয়ের কিছুদিন পর থেকে সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলতে থাকে। ২০১৭ সালের ০৫ ফেব্রুয়ারি রাতে মাইদুল তার স্ত্রীকে নিয়ে পাশের বাড়িতে (খাদিজার চাচাত বোনের বাড়ি) ঘুমাতে যান। এ সময় সন্তানরা রেজ্জাকের বাড়িতে ছিলেন।
পরদিন ০৬ ফেব্রুয়ারি সকালে খাদিজার ছেলে বিজয় ওই বাড়িতে গিয়ে দেখেন, তার মায়ের মরদেহ বিছানায় পড়ে আছে। সে সময় মাইদুল পলাতক ছিলেন। পরে স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রেজ্জাক বাদী হয়ে মাইদুলকে একমাত্র আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম বাংলানিউজকে জানান,  রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।