ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশাল: বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল এলাকার আলতাব মৃধার ছেলে সাইদুল ইসলামের সঙ্গে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলু কাজীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে আয়শাকে মারধর করেন সাইদুল। ২০১৬ সালের ৫ অক্টোবর যৌতুকের টাকা না দেওয়ায় ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে আয়শাকে হত্যা করেন তিনি।

এ ঘটনায় ওইদিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলু কাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার মামলা নম্বর ০২। ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দেওয়ায় রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টু।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।