ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এনায়েতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এনায়েতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রাম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  
দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।  

আদালতের পেশকার মিহির বরণ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২১ ডিসেম্বর জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সুলতান মাহমুদ তার স্ত্রী বিউটি খাতুনকে নিজ বাড়িতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন এনায়েতপুর থানায় সুলতান মাহমুদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।