ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মুরাদের নামে কুমিল্লা আদালতে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
মুরাদের নামে কুমিল্লা আদালতে মামলা  ডা. মুরাদ হাসান (ফাইল ছবি)

কুমিল্লা: মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং ইউটিউবার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের নামে কুমিল্লা আদালতে মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

 

মামলাটি দায়ের করেন কুমিল্লা আদালতের আইনজীবী আতিকুল ইসলাম। এ সময় আরও অন্তত আড়াইশ আইনজীবী ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

মামলার আইনজীবী মো. আতিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ডা. মুরাদ। আমরা মনে করি, এটি শুধুমাত্র জাইমার জন্য সম্মানহানিকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি মামলাটি দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।