ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মুরাদের নামে মামলার আবেদন মামুনুলের আইনজীবীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
মুরাদের নামে মামলার আবেদন মামুনুলের আইনজীবীর ডা. মুরাদ হাসান

নারায়ণগঞ্জ: বিতর্কিত মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের নামে নারায়ণগঞ্জের একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে।  

আবেদনটি করেছেন হেফাজত নেতা মামুনুল হকের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ কে এম ওমর ফারুক নয়ন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে এই মামলার আবেদন করা হয়।  

তবে আদালত এখনও মামলার আদেশ প্রদান করেননি বলে জানিয়েছেন ওমর ফারুক নয়ন।

এই আইনজীবী বলেন, মুরাদ হাসান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন। জাইমা রহমান সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। তাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, নাহিদ হেলাল নামের এক উপস্থাপকের টকশোতে সংযুক্ত হয়ে মুরাদ হাসান উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়া পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছে। তাই দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় দায়ের করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে মুরাদ হাসানকে। তার সঙ্গে নাহিদ হেলালকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন: 
নারীদের কাছে ক্ষমা চাইলেন মুরাদ

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।