ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মুরাদসহ ২ জনের নামে পিরোজপুরে মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
মুরাদসহ ২ জনের নামে পিরোজপুরে মামলার আবেদন ডা. মুরাদ হাসান

পিরোজপুর: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের নামে পিরোজপুরে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটির আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর শাখার সভাপতি আবুল কালাম আকন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাক্ষাৎকার নেন মিডিয়া উপস্থাপক মহিউদ্দিন হেলাল। গত ০১ ডিসেম্বর মুরাদ হাসান ওই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে প্রচার করেন। মুরাদ হাসান ওই সাক্ষাৎকারে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেন।  

বাদী আবুল কালাম আকন বলেন, আবেদন করা মামলাটি গ্রহণের জন্য পরবর্তীকালে আদেশ দেবেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।