ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

৪ পলাতক আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
৪ পলাতক আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লালমনিরহাটের চারজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক।

এটি তদন্ত সংস্থার ৮১তম প্রতিবেদন। এ মামলায় চার আসামিই পলাতক।

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৯৭১ সালে ৪টি ঘটনায় মোট ১২ জন মুক্তিযুদ্ধের পক্ষের নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা, আটক, নির্যাতন ও ৩০টি বাড়িঘর লুণ্ঠনসহ অগ্নিসংযোগে ধ্বংসের অভিযোগ আনা হয়েছে এই চারজনের বিরুদ্ধে।

চার আসামি হলেন—মো. এনামুল হক ওরফে মৌলভী বাহেজ উদ্দিন, মো. জালাল উদ্দিন, নুরুল হক ও মো. আজাহার আলী। চারজনই জামায়াতে ইসলামীর সমর্থক। তাদের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।