ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সদস্যসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ সুপ্রিম কোর্ট বারের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
সদস্যসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ সুপ্রিম কোর্ট বারের

ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সদস্যসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করা হয়েছে।

এই বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বুধবার (৫ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, দেশে ওমিক্রন ও করোনার প্রভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সব সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া সমিতি ভবনে আসা বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সহকারীদের মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা এবং যেখানে-সেখানে কফ, থুথু না ফেলে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞাপ্তিতে।

বাংলাদেশ সময়:১৩৩৩ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০২২
ইএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।